গৌরনদী
আগৈলঝাড়ায় উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আবুল হাসানাত আবদুল্লাহর মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সরকারি উন্নয়ন মূলক কাজের অগ্রগতি ও দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন তন্বী, থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, ভাইস চেয়াম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চান, রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অমিয় লাল চৌধুরী, সাধারন সম্পাদক আশ্রাফ আলী মীর, বাগধা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ইউনুস মিয়া, সাধারন সম্পাদক বজলু হাওলাদার, বাকাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রমেশ চন্দ্র অধিকারী, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম পাইক, রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হরে কৃষ্ণ হালদার, সাধারন সম্পাদক মুরাদ সিকদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রসাশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।