গৌরনদী
গৌরনদীতে বীমা দিবসের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ “বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে বীমার গুরুত্ব” শ্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস উদ্যাপন উপলক্ষে সোমবার সকালে জেলার গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলির, ডাঃ কাজী সুমাইয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, উপজেলা কৃষকলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ফারুক মোল্লা, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, উদযাপন সমন্বয়কারী পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ মোঃ জিল্লুর রহমান জিলান, বীমা প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় গণসংযোগ কর্মকর্তা আব্দুছ ছালেক মামুন প্রমুখ।