বরিশাল
উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মধ্যরাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংসদ সদস্যের প্রতিনিধি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মডেল থানা, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেসক্লাব, বি.এন.খান ডিগ্রি কলেজ, উজিরপুর মহিলা কলেজ, সরকারি ডবিøউ. বি. মডেল ইনষ্টিটিউশন, ছাত্রলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ, শেরে বাংলা বালিকা বিদ্যালয়, মহিলালীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ঔষধ কোম্পানীর প্রতিনিধি, জাতীয়তাবাদী দল বিএনপি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন শ্রেণি পেশা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা প্রভাত ফেরী করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জয়দেব চক্রবর্তী, মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস,এম জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল প্রমূখ। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, আঃ হাকিম সেরনিবয়াবাত, যুবলীগ সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামাল হোসেন সবুজ, শ্রমিকলীগ আহবায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম সম্পাদক শিপন মোল্লা, ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামী প্রমূখ।