গৌরনদী
পাঁচ দিনেও সন্ধ্যান মিলেনি গৌরনদীর নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ রহস্যজনকভাবে নিখোঁজের পাঁচ দিন পরেও সন্ধান মেলেনি বরিশালের বৃহৎ ব্যাণিজিক বন্দর গৌরনদী উপজেলার টরকী বন্দরের স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব রাহার (৪৫)। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
গৌরনদী মডেল থানার সাধারন ডায়রী সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের রামসিদ্ধি গ্রামের মৃত বিমল চন্দ্র রাহার ছেলে বিপ্লব রাহা (৪৫) বরিশালের বৃহৎ ব্যাণিজিক বন্দর গৌরনদী উপজেলার টরকী বন্দরে দীর্ঘ দিন ধরে স্বর্ণ ব্যবসা করে আসছেন। গত ১৭ ফেব্রæয়ারী সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে হন। পরবর্তিতে বাড়ি কিংবা ব্যবসায়ী প্রতিষ্ঠানে ফিরে না আসায় পরিবার ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজাখুজিঁ করে গত ৫ দিনেও তাকে পাওয়া যায়নি। স্বর্ন ব্যবসায়ীর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যবসায়ীর বড় নন্দন চন্দ্র রাহা গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারসহ নিখোঁজের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।