বরিশাল
বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আফজাল হোসেনকে আগৈলঝাড়া প্রেসক্লাবের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জেলার শ্রেষ্ঠ পরিদর্শক নির্বাচিত হওয়ায় আগৈলঝাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সকালে আগৈলঝাড়া থানায় ওসির অফিস রুমে জাতিসংঘের পদক ও বরিশাল জেলার শ্রেষ্ঠ পরিদর্শক পদক পাওয়ায় অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনকে আগৈলঝাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক কমিটির সদস্য সরদার হারুন রানা, কেএম আজাদ রহমান, এস এম শামীম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, সাংবাদিক জাহিদুল ইসলাম, রিপন বিশ্বাস, মনিরুজ্জামান মনির, বরুন বাড়ৈ, স্বপন দাস, নাজমুল রিপন, পলাশ দত্ত, মৃদুল দাস, মারুফ মোল্লাসহ প্রমুখ। সাংবাদিকরা উপজেলার মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে শ্রেষ্ঠ পরিদর্শক পদক পাওয়া চৌকস অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনকে ভূয়সী প্রসংসা করেন। অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের বন্ধু। আপনাদের সার্বিক সহযোগিতার কারনেই আগৈলঝাড়া থানায় এই প্রথম আমি বরিশাল জেলার মধ্যে শ্রেষ্ঠ পরিদর্শক হিসেবে পদক পেয়েছি। ভবিষ্যাতে আপনাদের সহযোগীতা কামনা করি।