বরিশাল
উজিরপুরে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর শোলক ক্রীড়া সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দুই মাস ব্যাপি ক্রিকেট টুনামেন্টের পুরস্কার বিতরন ও সাংসকৃতিক অনুষ্ঠান ২০২০ শনিবার শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দুই মাসব্যাপি এ টুর্নামেন্টে ৩০টি দল অংশ নেন। টুনামেন্টের ফাইনাল খেলায় শোলক যুব ক্লাবকে হারিয়ে শোলক ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন হন।
উজিরপুর শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত টুনামেন্টের পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান, উপজেলা ভাইসচেয়ারম্যান অপূর্ব কুমার বাইন, শোলক ইউনিয়ন আওয়ামলিীগের সভাপতি ডাঃ আব্দুল হালিম, সাধারন সম্পাদক মোঃ কুদ্দুসুর রহমান। বক্তব্য রাখেন শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক