গৌরনদী
গৌরনদীতে শেখ রাসেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদী উপজেলার শেখ রাসেল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন।
শেখ রাসেল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আল আমিন হাওলাদারের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম দিলিপ, মোঃ মামুন মাঝি, কৃষকলীগ নেতা মোঃ শাহজাহান, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, সাধারন সম্পাদক মিজান সরদার, যুগ্ম সাধারন সম্পাদক শামীম মীর, দপ্তর সম্পাদক রাজীব হোসেন খান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী বাবু, আনন্দ টিভির প্রতিনিধি কাজী আল আমিন, সাংবাদিক হাসান মাহমুদ ও ইউপি সদস্য মনু মোল্লা । বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। আলোচনা শেষে প্রধান ও বিশেষ অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।