গৌরনদী
ছাত্রলীগ নেতা টিপু ও কামালের ৩০তম মৃত্যুবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল আহসান টিপু ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম কামাল হোসেনের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
সকালে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে মরহুমদের কবরে পুস্পমাল্য অর্পন ও কবর জেয়ারত করা হয়। দলীয় কার্যালয়ে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, জেলা পরিষদ সদস্য রাজু আহম্মেদ হারুন, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিকুর রহমান শামীম, পৌর আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম দিলিপ, মোঃ মামুন মাঝি, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ, কলেজ সভাপতি সাখাওয়াৎ হোসেন সুজন, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর সভাপতি মিলন খলিফা সাধারন সম্পাদক প্রিন্সসহ নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুই ছাত্রলীগ নেতার কবর জেয়ারত অনুষ্ঠানে দোয়ায় অংশ নেন গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক শামীম মীর, দপ্তর সম্পাদক রাজীব হোসেন খান। এ ছাড়া পারিবারিক উদ্যোগে পৃথক ভাবে কোরানখানি, মিলাদ মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য ১৯৯১ সালের ১৫ ফ্রেরুয়ারি বোমা বিস্ফোরনে দুই ছাত্রলীগ নেতা নিহত হন নিহত হন।