গৌরনদী
গৌরনদীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)র অধ্যক্ষ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রকৌশরী মোঃ অহিদুজ্জামান, গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান, শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, যুব উন্ননয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান, পরিবার পরিকলœা কর্মকর্তা শাহ মোঃ হান্নান, ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, কৃষ্ণ কান্ত দে। সেমিনারেফ্যাসিলেটর ছিলেন বরিশাল কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের প্রধান প্রশিক্ষক মোঃ হাবিবুল্লাহ। সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সামাজিক সংগঠনের ৭০ জন প্রতিনিধি অংশ নেন।