গৌরনদী
বরিশাল জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হলেন আগৈলঝাড়া থানা ওসি আফজাল হোসেন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার আইন-শৃংখলা নিয়ন্ত্রনে রাখা, মাদক প্রতিরোধ, সবচেয়ে বেশী ওয়ারেন্ট তামি ও বাল্য বিয়ে প্রতিরোধসহ পুলিশের সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দেওয়ায় জন্য বরিশাল জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক পদক পেয়েছেন আগৈলঝাড়ার থানার অফিসার ইনচার্জ জাতিসংঘ সনদপ্রাপ্ত ওসি মোঃ আফজাল হোসেন।
রোববার বরিশাল জেলা পুলিশের মাসিক সভা শেষে তাকে এই পুরুস্কার প্রদান করেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম)। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদারসহ জেলা পুলিশের উর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তারা।
সেরা কর্মকর্তা নির্বাচিত হয়ে প্রতিক্রিয়া জানিয়ে ওসি মোঃ আফজাল হোসেন বলেন, সফলতা ও কৃতিত্বের দাবিদার আগৈলঝাড়া উপজেলারবাসী। আমি তাদের পাশে থেকে আমার শুধু আমার দায়িত্ব পালন করেছি। সব সময় মানুষের সেবা করে নিজেকে নিয়োজিত রাখতে চাই। অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বরিশাল জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হওয়ায় আগৈলঝাড়ার থানার সকল পুলিশ সদস্যদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।