গৌরনদী
গৌরনদীতে নকল সরবারহের অভিযোগে জড়িমানা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ আলীয়া সিদ্দিকিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে সোমবার দাখিল পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষায় কেন্দ্রে নকল সরবারহ করার অভিযোগে দুই তরুনীকে জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। পরবর্তিতে জড়িমানার টাকা পরিশোধ করে ও মুচলেকা দিয়ে মুক্তি পান অভিযুক্ত দুই তরুনী।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দাখিল পরীক্ষার প্রথম দিনে গৌরনদী উপজেলার কাসেমাবাদ আলীয়া সিদ্দিকিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে বই কেটে নকল সরবারহ করেন উপজেলার কাসেমাবাদ গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আয়শা আক্তার (১৯) ও একই গ্রামের সালাউদ্দিন আহম্মেদের মেয়ে বিলকিস আক্তার (১৮)। এ সময় কর্তব্যরত পুলিশ দুই তরুনীকে আটক করে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইসরাত জাহানের কার্যালয়ে হাজির করেন। অভিযুক্ত দুই তরুনী নকল সরবারহের দায় স্বীকার করলে বিচারক ইসরাত জাহান প্রত্যেককে দুই হাজার করে ৪ হাজার টাকা জড়িমানা করেন। পরবর্তি দুই তরুনীর অভিভাবকদের উপস্থিতিতে তারা মুচলেকা দিয়ে জড়িমানার টাকা পরিশোধ করে মুক্তি পান। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইসরাত জাহান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।