গৌরনদী
গৌরনদীর বার্থী ডিগ্রী কলেজের শিক্ষা সফর
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী ডিগ্রী কলেজের উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ করা হয়।
রোববার শিক্ষা সফরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হরিনপালা রিভারভিউ ইকোপার্কে দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্টান, আলোচনা সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করেন বরিশাল বেতারের নিয়মিত শিল্পী হুবিতা পান্ডেসহ কলেজের শিক্ষার্থীরা। শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম, উপাধ্যক্ষ স্বপন কুমার পান্ডে, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, কলেজের গভনিংবডির সদস্য মোঃ মাসুদ মিয়া, শহীদ বেপারী, প্রভাষক প্রশান্ত চক্রবর্তী, শাহ্ মোঃ হানিফ, কল্পনা রানী সরকার, ছালমা আক্তার, মন্টু লাল মাঝি, মোঃ জাহাঙ্গীর হোসেন, জহির উদ্দিন দোলন, বিশ^জিত পালসহ শিক্ষার্থীবৃন্দ।