গৌরনদী
উজিরপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত-২০
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজায় রোববার দুপুরে যাত্রীবাহি বাসের সঙ্গে তৈলবাহী লড়ির মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে যায়। এ সময় গুরুতরভাবে ২০ জন আহত হয়। পুলিশ তৈলবাহি লড়ির চালককে আটক করেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, ফরিদপুর থেকে বরিশালে উদ্দেশ্যে ছেড়ে আসা তৈলবাহি লড়ি ঢাকা মেট্রো ১১- ২২০৬ গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজার সামনে পৌছলে একই সময় বিপরিত দিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস যশোর – ড ১১- ০৪৪৮ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। যাত্রীবাহি বাসটি ৬০ জন যাত্রী নিয়ে পটুয়াখালি জেলার মীর্জাগঞ্জ উপজেলার সুবিদখালী থেকে সুরেস্বর দরবার শরীফে যাচ্ছিল। সংঘর্ষে যানবাহন দুটি দুমরে মুচরে যায় এবং গুরুতরভাবে ২০ জন যাত্রী আহত হয়। আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ৮ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।