গৌরনদী
গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের বৃত্তির অনুদান প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের অবিভিক্ত গৌরনদী উপজেলার প্রায়ত প্রবীন রাজনীতিবিদ, প্রতিষ্ঠাকালীন আওয়ামীলীগের গৌরনদী উপজেলা সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ মতলুবর রহমান নামে প্রতিষ্ঠিত সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নাঠে রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অনুদান প্রদান করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে শনিবার সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নোভে কার্গোর এমডি সৈয়দ মোস্তাফিজুর রহমান। ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এস,এম, মহিউদ্দিন বাদশার সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি সাবেক উপজেলা প্রকৌশলী এস, এম, জাহিদ, দপ্তর সম্পাদক সৈয়দ মোঃ মজনু, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ মফিজুর রহমান পিন্টু, উপজেলা সমবায় কর্মকর্তা সাখী আক্তার, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, যুগ্ম আহবায়ক মোঃ আকবর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান তাইফুর রহমান কচি, নাঠে রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন, সাবেক প্রধান শিক্ষক স্বপন মন্ডল, গৌরনদী রির্পোাটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, ফাউন্ডেশনের স্থানীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মাহামুদুল হাসান মুহিদ, স্থানীয় কমিটির সদস্য সৈয়দ আসাদুজ্জামান হিমু। উল্লেখ্য সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নাঠে রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রতি বছর বৃত্তির অনুদান প্রদান করা হয়।