গৌরনদী
ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতপৃষ্ঠ হয়ে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার গ্রামে শনিবার দুপুরে মাছের ঘেরের কর্মচারী দুলাল সরদার (৫০) নিজের তৈরী ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক তারে অসাবধানতাবসত জড়িয়ে নিজেই মারা গেছেন।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার গ্রামে একটি মাছের ঘেরে যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন একই গ্রামের মৃত আজাহার সরদারের পুত্র দুলাল সরদার (৫০) । দুলালের একাধিক স্বজন জানান, মাছের ঘেরের চারিপাশের সবজি ক্ষেতে ইদানিং ইঁদুরের উপদ্রব দেখা দেয় এবং ইদুরে ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে। জ্জ দিন আগে দুলাল ইদুর নিধনের জন্য মাছের ঘেরের সবজি ক্ষেতের চারিদিকে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতেন। দুলাল প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার দুপুরে সবজি ক্ষেতের পরিচর্যা করতে যান। এ সময় নিজের অজান্তেই নিজের তৈরী বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বৈদ্যুতিক সংযোগ খুলে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক দেওয়ান আব্দুস সালঅম তাকে মৃত বলে ঘোষণা করেন।