গৌরনদী
আগৈলঝাড়ায় অপহৃতা স্কুল ছাত্রী পাবনা থেকে উদ্ধার অপহরনকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়ায় অপহরনের ২২দিন পর অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার ও অপহরনকারীকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। গত বৃহস্পতিবার অপহরনকারীকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ও অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামে পল্ল¬ীবিদ্যুৎ এর টাওয়ার নির্মানের শ্রমিক হিসেবে কাজ কাজ করত নাটোর জেলার সিংরা থানার মারিয়া গ্রামের মোতালেব প্রমানিকের ছেলে শামীম প্রমানিক (২১)। আগৈলঝাড়া উপজেলার অশোকসেন গ্রামের মঙ্গল হালদারের মেয়ে ও আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী অন্তরা হালদারকে (১৫) স্কুলে অসা যাওয়ার পথে উত্যক্ত করে শ্রমিক বখাটে শামীম প্রমানিক। অপহৃতা জানান, তাকে উত্যক্ত করার বিষয়টি পরিবারকে জানালে পরিবারের লোকজন বখাটে শামীমকে সাশিয়ে দেন। এতে সে ক্ষিপ্ত হয়ে তাকে অপহরনের হুমকি দেন। গত ৭ জানুয়ারি সকালে স্কুলে আসার পথে মন্ডল বাড়ির পাশে জঙ্গলের কাছে পৌছলে পূর্ব পরিকল্পিতভাবে বখাটে শামীম ভাড়াটে অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে তার পথরোধ করে অস্ত্রের মুুখে জিম্মি করে মুখ চেপে তাকে অপহরন করে মাইক্রোযোগে নিয়ে যান।
আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে ৮ জানুয়ারি থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। পুলিশ মুঠোফোনের সূত্র ধরে গত বুধবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী জয়নগর গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশ অপহরনকারীকে গ্রেপ্তার করে তার দেয়া স্বীকারউক্তি অনুযায়ি একই গ্রাম থেকে অপহৃতা স্কুল ছাত্রী অন্তরাকেও উদ্ধার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসে। গত বৃহস্পতিবার অপহরনকারীকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ও অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।