গৌরনদী
আপহনের ১২ দিন পর অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, অপহরনকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা থেকে অপহৃত ক্রোকিরচর মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্রীকে (১৪) অপহরনের ১২দিন পর সোমবার রাতে অপহৃতাকে উদ্ধার ও অপহারনকারীকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য অপহরনকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানাে হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসাদুজ্জামান খান জানান, পাশ্ববর্তি কালকিনি উপজেলার ক্রোকিরচর মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্রী ইজমা আক্তার (১৪) গত ১৪ জানুয়ারি খালা বাড়ি গৌরনদী উপজেলার ভূরঘাটা বেড়াতে আসে। ১৫ জানুয়ারি সকালে খালা বাড়ি থেকে পায় হেটে ভূরঘাটা বাসষ্টান্ডে আসার পথে ঢাকা-বরিশাল মহাসড়কে উঠার সঙ্গে সঙ্গে স্থানীয় মোটরসাইকেল গ্যারেজের শ্রমিক অনিক চৌধুরীর (২৬) নেতৃত্বে একদল অপহরনকারী স্কুল ছাত্রীর মুখ চেপে মাইক্রোবাসে তুলে অপহরন করে নিয়ে যায়। অপহরনকারী অনিক চৌধুরী যশোর জেলার কোতোয়ালী থানার নতুন উপশহর গ্রামের কবির চৌধুরীর ছেলে। এ ঘটনায় অপহরনের পরে দিন অপহৃতা স্কুল ছাত্রী ভাই মোঃ ফরিদ বেপারী বাদী হয়ে ৫ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি অপহরন মামলা করেন। এসআই মোঃ আসাদুজ্জামান খান বলেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপহরকারীর অবস্থান নিশ্চিত করে নারায়ানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপহরনকারীকে গ্রেফতার ও অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, মামলা দায়েরের পর পুলিশ প্রযুক্তি মাধ্যমে অনিকের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করে পুলিশের জিজ্ঞাসাবাদে অনিকের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। মঙ্গলবার অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে এবং অপহরনকারীকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।