গৌরনদী
“অভিবাসন সংক্রান্ত আইন ও নীতিমালা” শীর্ষক দুই দিন ব্যাপি প্রশিক্ষন সমাপ্ত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম)র সহায়তায় ভেভকমের উদ্যোগে “অভিবাসন সংক্রান্ত আইন ও নীতিমালা” শীর্ষক দুই দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা মঙ্গলবার শেষ হয়।
এ উপলক্ষে কলসকাঠি ব্রাক লারনিং সেন্টারে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্যসিলেটর ডেভকমের সম্বন্বয়কারী (অপরেশন) শামীমা পারভিন, আহম্মেদ ইব্রাহিম, কারিগরি প্রশিক্ষন কেন্দ্র বরিশালের চীফ ইন্সট্রাকটর মোহাম্মদ হাবিুল্লাহ, পুলিশের পরিদর্শক মোঃ কামরুল ইসলাম, আইনজীবি নাসরিন আক্তার, এনজিও কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, প্রধান সহকারী টিটিডিসি বরিশাল, সাজ্জাদ আলম প্রোগ্রাম অফিসার ডিডিসি, সাংবাদিক জহুরুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষনে সরকারি, বেসরকারী কর্মকর্তা, আইনজীবি, পুলিশ কর্মকর্তা, উন্নয়ন কর্মকর্তা, জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো কর্মকর্তা, সমাজকর্মী, সাংবাদিকসহ ৩২ জন প্রতিনিধি অংশ নেন। প্রশিক্ষনে নিরাপদ অভিবাসন ও অভিবাসীদের হয়রানী প্রতিরোধে আইন ও নীতিমালাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। অনুষ্ঠানে মানবাধিকার লংঘন নিয়ে অংশ গ্রহনকারীরা নাটিকা উপস্থাপন করেন।