Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় \ ১২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    | ১৯:২০, জানুয়ারি ২৪ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী, অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয় চত্বরে সাবেক বর্তমান ছাত্র ছাত্রীসহ স্থানীয়দের পদচারনায় মুখরিত হয়ে উঠে। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও অতীতের স্মৃতিচারনসহ সুখ দুঃখ হাসি বেদনার গল্পে জমে উঠে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ।
    সকালে চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, স্কুলের প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ শেষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় মাঠে এসে হয়। র‌্যালী শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক সরদার, গৈলা আরিফ সেরনিয়াবাত নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার রেজাউল করিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সরদার শাহ আলম, স্বপন কুমার মন্ডল, তারক চন্দ্র দে, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ ছরোয়ার দাড়িয়া, জাকির হোসেন মানিক মোল্লা, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, সাংবাদিক এস এম শামীম প্রমুখ।

    প্রবীন স্থানীয় লোকজন ও ইতিহাসবিদরা জানান, ১৮৯৩ ইং সালের ২৩ জানুয়ারী কৈলাশ চন্দ্র সেন বৃটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের সরকারি চাকরী ছেড়ে শিক্ষা বঞ্চিত উত্তর বরিশালের গৈলা এলাকার শিক্ষা প্রসারের জন্য গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। প্রতিষ্ঠাকালীন সময় গৈলা উচ্চ ইংরেজি স্কুল নামে পরিচিত ছিল। ১২২ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। গৈলা অতী প্রচাীনকাল থেকে আলোকিত গ্রাম হিসেবে পরিচিত। ১৯৪৩ সালে এ গ্রামের কবীন্দ্র বাড়িতে (বিখ্যাত লেখক মৈত্রী দেবির বাড়ি) চালু হয়েছিল সংস্কৃত কলেজ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফরিদপুর প্রভৃতি জেলা থেকে শিক্ষার্থীরা এসে এখানে সংস্কৃত শিক্ষা গ্রহন করতেন।

    পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন সাবেক সরদার শাহ আলম, স্বপন কুমার মন্ডল, তারক চন্দ্র দে। তারা বলেন, আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কর্মজীবনের সুখস্মৃতি এখনো আমরা অনুভব করি। গৈলা স্কুল দক্ষিনাঞ্চলতে আলোকিত করেছে। ১৮৯৩ থেকে ১৯৪২ সাল পর্যন্ত এ বিদ্যালয় থেকে ১ হাজার ৫ জন ছাত্রছাত্রী এনট্রান্স বা মেট্রিকুলশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে অনেক ভাল লেগেছে, অনেক আনন্দ করছি। পুরানো বান্ধবদের সঙ্গে দেখা হয়েছে। বয়স্কদের ছাড়াও তরুন তরুনী, নারী পুরুষ ও শিশুদের আনন্দ উল্লাস অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করে তুলে। সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার বলেন, এ দিনটিতে আনন্দ উপভোগ করার জন্য আমরা অপেক্ষায় থাকি। আমরা গর্ব করি এ বিদ্যালয়ের কৃতি ছাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এ বিদ্যালয়ের ছাত্র ছিলেন।

    Post Views: ৬৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন
    • গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    Top