প্রধান সংবাদ
উজিরপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামে শনিবার সকালে পুকুরে পরে পানিতে ডুবে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার বরাকোঠা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাহিদুল ইসলামের স্ত্রী ডলি বেগম (২৫) তার শিশু পুত্র আরাফাত সানীকে (৪) নিয়ে শনিবার সকালে তার মামাতো দেবর উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ওবাদুল হকের বাড়িতে বেড়াতে আসেন। সকাল ১০ টার দিকে প্রবাসী জাহিদুল ইসলামের শিশু পুত্র আরাফাত সানী (৩) ও ওবায়েদুল হকের শিশু কণ্যা মারিয়া আক্তার (৩) পুকুর পাড়ে খেলতে থাকে। এক পর্যায়ে খেলার একটি বাটি পুকুরে পরে গেলে শিশুরা তা তুলতে গিয়ে পুকুরে পড়ে নিখোঁজ হন।
জাহিদুল ইসলামের স্ত্রী ডলি বেগম জানান, সকাল ১১টার দিকে খেলার স্থানে দুই শিশুকে দেখতে না পেয়ে খুজঁতে খুজঁতে না পেয়ে পুকুরের ঘাটে গিয়ে দুই শিশুকে ভাসতে দেখে ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন এগিয়ে এসে দুই শিশুকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ডা আব্দুস সালাম দেওয়ান মৃত ঘোষনা করেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।