বরিশাল
আগৈলঝাড়ায় তরুনকে কুপিয়ে জখম, থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের কর্মচারী মাহমুদুল হাসান (২৪) নিজ বাড়ি আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে ফেরার পথে পতিহার গোমস্তা বাড়ির দক্ষিণ পাশে রাজিব গোমস্তার মুদি দোকানের সামনে পৌছলে কতিপয় সন্ত্রাসী কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় নগত টাকা. মুঠোফোন ও গলার চেইন নিয়ে যায়। মাহমুদুল হাসান গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হালিমুজ্জামানের ছেলে। তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের বাবা বাদি হয়ে ১৫ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের কর্মচারী মাহমুদুল হাসান (২৪) নিজ বাড়ি আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় পতিহার গোমস্তা বাড়ির দক্ষিণ পাশে রাজিব গোমস্তার মুদি দোকানের সামনে পৌছলে একই গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২০), রাছেল হাওলাদার (১৯) ও আলাউদ্দিন হাওলাদারের ছেলে আকাশ হাওলাদারের (২২)নেতৃত্বে ১২/১৩ জনের একদল সন্ত্রাসী দেশীয় ধারাল অস্ত্র নিয়ে পথরোধ করে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় কুপিয়ে রক্তাক্ত জখম করে নগত টাকা. মুঠোফোন ও গলার চেইন ছিনিয়ে নেয়। মাহমুদুল হাসানের ডাক চিৎকারে গ্রামবাসি এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন হাসানকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মাহমুদুল হাসান অভিযোগ করে বলেন, সন্ত্রাসীদের সঙ্গে আমার কোন বিরোধ নেই। বাবার রাজনৈতিক শত্রæরা আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মামুন হাওলাদার, রাছেল হাওলাদার মুঠোফোন ধরেননি। অভিযোগ অস্বীকার করে আকাশ হাওলাদার বলেন, হামলার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। আগৈলঝাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় আহতের বাবা গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হালিমুজ্জামান বাদী হয়ে উল্লেখিত ৩জনসহ অজ্ঞাত ১২/১৩ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্তে সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।