গৌরনদী
গৌরনদীতে ধারাল অস্ত্র নিয়ে শ্রেনিকক্ষে, ৫ শিক্ষার্থী আজীবনের জন্য বহিঃস্কার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র বিরোধের জের বুধবার বিদ্যালয়ে ঢুকে হামলা ও পাল্টা মামলা ও ধারাল অস্ত্র নিয়ে বিদ্যালয়ে শ্রেনি কক্ষে প্রবেশের অভিযোগে দশম ও নবম শ্রেনির পাঁচ শিক্ষার্থীকে স্কুল থেকে আজীবনের জন্য বহিঃস্কার করা হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরুী সভায় এ সিদ্বান্ত নেওয়া হয়।
বিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিঃস্কৃত শিক্ষার্থীরা হল, এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান, শাহাদাত হোসেন, দশম শ্রেনীর ছাত্র (নিউ) শামিম মৃধা, নাঈম সিপাহী ও নবম শ্রেনীর ছাত্র রাসেল হাওলাদার।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন, শিক্ষক শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা জানান, সিনিয়র ও জুনিয়রদের বিরোধের জের ধরে এস.এস.সি পরীক্ষার্থী শাহাদাত হোসেনের সঙ্গে একই বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্র রাসেল হাওলাদারের চরম বিরোধ তৈরী হয়। তারা উভয়ে বিদ্যালয়ের মধ্যে দুটি ধারা তৈরী করে দলাদলি ও বিশৃংখলা তৈরী করে আসছে। এ নিয়ে মঙ্গলবার উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার দুই পক্ষ লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে বিদ্যালয়ে ঢুকে সহিংসতা সৃষ্টি করে। পরবর্তিতে ওই শিক্ষার্থীরা চাপাতি, ডেগার, রড়, চাকুসহ ধারাল অস্ত্র নিয়ে শ্রেনি কক্ষে অবস্থান করে। বিষয়টি জানতে পেরে শিক্ষক, অভিভাবক ও কমিটির লোকজন শ্রেনি কক্ষে গিয়ে ৫ ছাত্রকে আটক করে তাদের কাছ থেকে ধারাল অস্ত্র উদ্ধার করে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে।
নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম জানান, ধারাল অস্ত্রসহ ৫ ছাত্রকে আটকের পরে তাদের অভিভাবকদের খবর দেয়া হয়। পরবর্তিতে দুপুর সাড়ে ১১টায় এ নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরী সভা কমিটির সভাপতি ও নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠি হয়। সভায় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও কমিটির সর্বসম্মতি সিদ্বান্তক্রমে ৫ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরী সভা কমিটির সভাপতি ও নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের সাধারন ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করন এবং লেখাপড়ার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতেই এই কঠোর সিদ্বান্ত গ্রহন করা হয়েছে।