বরিশাল
আগৈলঝাড়ায় পুলিশের ওপেন হাউজ ডে
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গ্রামাঞ্চলের মানুষের দোড়গোড়ায় পুলিশের সেবা পৌছে দিতে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে আগৈলঝাড়া থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বাল্য বিয়ে প্রতিরোধ, শিক্ষার্থীদের যৌন নিপিড়নের বিরুদ্ধে স্বোচ্চার ও মাদক প্রতিরোধে পুলিশ ও সাধারন মানুষ এক হয়ে কাজ করার আহবান জানান।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফজাল হোসেনের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাব আহবায়ক কমিটির সদস্য এস এম শামীম, সাবেক সাধারন সম্পাদক প্রবীর বিশ্বাস, এস এম ওমর আলী সানি, ইউপি সদস্য মশিউর রহমানসহ কমিউনিটি পুলিশিং এর সদস্যরা।