বরিশাল
মাদক প্রতিরোধে আগৈলঝাড়া শহীদ স্মৃতি ক্লাবের উদ্যোগে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ এলাকায় মাদকের ভয়াবহতা ছড়িয়ে পরায় মাদক প্রতিরোধে গনসচেতনা সৃষ্টির লক্ষে বরিশালের আগৈলঝাড়ার ঐহিত্যবাহী গৈলা শহীদ স্মৃতি ক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগৈলঝাড়ার গৈলা মডেল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ সত্তার মোল্লা, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস উদ্দিন, ব্যবসায়ী জাকির হোসেন, মানিক মোল্লা, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, সাংবাদিক শামীমুল হক, ওয়াসিম ভুইয়া সেলিম, সরকারি শহীদ আঃ রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ মোল্লা। সমাবেশে মাদক প্রতিরোধে ইউপি চেয়ারম্যান ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজনের ঘেঅষনা দেন।