গৌরনদী
আগৈলঝাড়া ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ও “তথ্য পরিক্রমা” ম্যাগাজিন প্রদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া ইউএনওর সাথে সোমবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলায় কর্মরত সাংবাদিকদেরমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব আহŸায়ক কেএম আজাদ রহমান, আহবায়ক সদস্য প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, আহবায়ক সদস্য আগৈলঝাড়া তথ্য পরিক্রমা ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক শামীমুল ইসলাম শামীম, প্রেসক্লাব সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, অপূর্ব লাল সরকার, ওয়াসিম ভূইয়া সেলিম, সাবেক সাধারণ সম্পাদক তপন বসু, প্রবীর বিশ্বাস ননী, প্রেসক্লাব সদস্য মোঃ জাহিদুল ইসলাম, জয় রায়, মো. মনিরুজ্জামান মনির, এফএম নাজমুল রিপন, স্বপন দাস, বরুণ বাড়ৈ, মৃদুল দাস, মারুফ মোল্লা প্রমুখ। আলোচনা শেষে আগৈলঝাড়া থেকে প্রকাশিত সাংবাদিক শামীমুল ইসলাম শামীমের সম্পাদনায় বহুল প্রচারিত তথ্য ভান্ডার হিসেবে খ্যাত আগৈলঝাড়া তথ্য পরিক্রমা ম্যাগাজিনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের হাতে তুলে সম্পাদক শামীমুল ইসলাম শামীম।