গৌরনদী
আগৈলঝাড়ায় গৃহবধূকে কুপিয়ে রক্তাক্ত জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁত্রিশিরা গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে রোববার রাতে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত প্রবাসীর স্ত্রীকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁত্রিশিরা গ্রামের প্রবাসী গিয়াস উদ্দিন বক্তিয়ারের স্ত্রী কাজল বেগমের (২৬) সঙ্গে জমাজমি নিয়ে একই গ্রামের সানাউল্লাহ বক্তিয়ারে (৪২) বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় উভয়ের মধ্যে ঝগরাঝাটির ঘটনা ঘটে। এর জের ধরে ওই দিন সানাউল্লাহ কাজল বেগমকেধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। কাজলের ঢাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।