বরিশাল
গৌরনদীতে ৮মন জাটকা জব্দ করে এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ৮ মন জাটকা জব্দ করেছে। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিম খানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে এসআই গফ্ফার হোসেন ও এএসআই ইয়ার আলী একদল পুলিশ নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাসষ্ট্যান্ড বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে। উক্ত গাড়ী থেকে ৮মন (২কার্টুন) জাটকা জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত মাছ বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ারের উপস্থিতিতে বিভিন্ন এতিম খানা ও দুঃস্তদের মাঝে বিতরণ করেন।