গৌরনদী
গৌরনদীতে উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদীতে ব্র্যাকের কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের অয়োজন করা হয়।
উপজেলার দিয়াশুরস্থ বালুর মাঠে দিনব্যাপী বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্তার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রানিসম্পদ বিভাগের বরিশালের উপ-পরিচালক ডাঃ কানাই লাল স্বর্নকার। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের কৃত্রিম প্রজনন প্রকল্পের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুল মান্নান, ব্রাকের ভেটেনারী সার্জন ডাঃ ওয়ালিদ হোসেন, ডাঃ এরমান,ডাঃ সানোয়ার হোসেন। বক্তব্য রাখেন এরিয়া সেলস ম্যানেজার জিয়ারুল হক। ব্র্যাকের স্থানীয় এআইএসপি মোঃ আবুল কাসেম,শ্রেষ্ঠ খামারী মোঃ হেলাল সরদার প্রমুখ। বাছুর প্রদর্শনীতে স্থানীয় ৭০ জন খামারী তাদের পোষা দেড় শতাধিক উন্নত জাতের বাছুর নিয়ে প্রতিযোগীতায় অংম নেন। তার মধ্যে ২৫ জনকে প্রতিযোগী হিসেবে ও ৭০ জন খামারীকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।