গৌরনদী
ছাত্রলীগের জন্মদিনে গৌরনদীতে পৃথক পৃথক বিশাল শো ডাউন ও কেককাটা অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যাগে র্যালী বের করে। শেষে দলীয় কার্যালয়ের সামনে শো ডাউন কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। একই দিন ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গয়না ঘাটা ব্রিজের নিচে শনিবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদী পৌর ও কলেজ ছাত্রলীগের একাংশের উদ্যোগে বিশাল শো ডাউন, সমাবেশ ও কেককেটে ছাত্রলীগের জন্মদিন পালন করেছে ।
গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যাগে সকাল সাড়ে ১০টায় র্যালী, কেককাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে করেছে। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম ওরফে সান্টু ভূইয়া। এতে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ. এম. জয়নাল আবেদীনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অপরদিকে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি গৌরনদী কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াৎ হোসেন ওরফে সুজন ও পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মিলন খলিফার নেতৃত্বে গতকাল সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গয়না ঘাটা ব্রিজের নিচে নেতাকর্মী জড়ো করে বিশাল সমাবেশ করেছে এবং ৪০ পউন্ডের একটি কেককেটে জন্মদিন পালন করেছে। এ সময় মহাড়কের দুই পাশে দুর পাল্লার যানবাহনসহ শত শত যানবাহন আটকা পরে । র্যলী করে গৌরনদী বাসষ্টান্ডে গিয়ে র্যালী শেষ করে।
এ ব্যাপারে জানতে চাইলে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ বলেন, আমরা মহাসড়কের পাশে লিলা সিনেমা হলের সামনে সমাবেশে ডেকেছি কিন্তু ৮/১০ হাজার নেতাকর্মী জড়ো হওয়ায় বিশাল সমাবেশে পরিনত হয়। ফলে মহাসড়কে কিছুটা ঝানঝট সৃষ্টি হয়েছে। অনিচ্ছাকৃত দূর্ভোগ সৃষ্টির জন্য পৌর ও কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করেছি।