গৌরনদী
গৌরনদীর প্রবীন শিক্ষক রশিদ স্যারের দাফন সম্পন্ন \ বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লার বাসিন্দা, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (অবঃ) ও প্রবীন আওয়ামীলীগ সদস্য আব্দুর রশিদ ভূইয়া (৮২) বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে ইন্তোকাল করেন। (ইন্না লিল্লাহি……………রাজেউন) শুক্রবার সকাল ৯টায় গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারকি গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য শান্তিচুক্তি পরীবিক্ষণ কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচারক বলরাম পোদ্দার, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর সভাপতি মনির হোসেন মিয়া, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী সভার কাউন্সিলর আতিকুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসাইন তুষার, বিশিষ্ট ঠিকাদার মোঃ অলাউদ্দিন ভূইয়া, গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সাঁন্টু ভূইয়া, গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মহাম্মদ হাওলাদার, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, সাবেক সভাপতি খায়রুল ইসলাম।