বরিশাল
গৌরনদীতে উত্যক্তের প্রতিবাদ স্কুল ছাত্রীর উপর সন্ত্রাসী হামলা, মা-চাচিকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে আধুনা গ্রামের ভ্যান চালকের মেয়ে ও সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে (১৩) উত্যক্ত করে আসছিল স্থানীয় প্রভাবশালীর বখাটে পুত্র ও তাদের সহযোগীরা। এর প্রতিবাদ করায় বখাটেরা হামলা চালিয়ে স্কুল ছাত্রীর মা ও চাচিকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। গত ১০ দিন যাবত আহতরা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিলে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। সন্ত্রাসীদের হুমকির ভয়ে গত ১০ দিন ধরে এলাকা ছাড়া স্কুল ছাত্রীর পরিবার।
স্থানীয় লোকজন আহত ও স্কুল ছাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, গৗরনদী উপজেলার সরিকল ইউনিয়নে আধুনা গ্রামের ভ্যান চালকের মেয়ে ও সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে (১৩) স্কুলে আসা যাওয়ার পথে একই গ্রামের প্রভাবশালী মানিক প্যাদার ছেলে জুয়েল প্যাদা (২৮) দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছিল। ১০ ডিসেম্বর স্কুল থেকে আসার পথে প্যাদা বাড়ির সামনে পৌছলে বখাটে জুয়েল প্যাদা তার ৩/৪ জন সহযোগীদের নিয়ে পথরোধ করে কু-প্রস্তাব দেয়। স্কুল ছাত্রী বখাটের কথায় কর্নপাত না করে বাড়ি রওয়ানা হলে বখাটেরা তার পথ আটকে টানা হ্যাচরা করে। এক পর্যায়ে স্কুল ছাত্রী লোকজন ডাকার ভয় দেখালে বখাটে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
স্কুল ছাত্রী অভিযোগ করে বলেন, ওই ঘটনার জের ধরে বখাটে জুয়েল আমার উপর প্রচন্ড ক্ষিপ্ত হন। গত ১৩ ডিসেম্বর আমি নিজ বাড়ির সামনে সেতুর কাছে ঘুরতে বের হলে বিকেল সাড়ে ৪টার দিকে বখাটে জুয়েল প্যাদা সহযোগীদের নিয়ে হাজির হলে আমাকে বিভিন্ন ধরনের অশ্লিল কথাবার্তা বলে। এ সময় বাড়ির পাশের স্থানীয় গন্যমান্য ব্যক্তি হাজি ইউনুস আলীর কাছে বিচার দিতে রওয়ানা হলে পিছন দিক থেকে বখাটে জুয়েল প্যাদা, সহযোগী সাইদুল প্যাদা (৩৫), নজরুল প্যাদা (২৫)ও ভুল প্যাদা (২৩) আমার হামলা চালিয়ে মারধর শুরু করেন। এ সময় আমি ডাক চিৎকার শুরু করলে মা (২৬) ও চাচি (২২) এগিয়ে এলে তাদের কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে ওই রাতে তাদের দুই জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে তারা বরিশালে চিকিৎসাধীন। আহত স্কুল ছাত্রীর মা জানান, বখাটেরা মেয়ের উপর হামলা চালালে মেয়ের কান্নাকাটি ও ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে গেলে অমাদের উপর হামলা চালায়।
স্কুল ছাত্রীর বাবা মুঠোফোনে অভিযোগ করে বলেন, ঘটনার পরের দিন (১৪) ডিসেম্বর জুয়েল প্যাদা সহযোগী সাইদুল প্যাদা (৩৫), নজরুল প্যাদা (২৫)ও ভুল প্যাদা (২৩)সহ ৫/৬ জনকে আসামি করে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। বর্তমানে বখাটে আমাকে হত্যার হুমকি মেয়েকে অপহরনসহ বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে হুমকি দিয়ে আসছে। পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি। এবং সন্ত্রাসীদের ভয়ে এলাকায় যেতে পারছি না।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জুয়েল প্যাদা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার সঙ্গে আমি বা আমার কোন লোকজন জড়িত নাই এবং এ সম্পর্কে আমি কিছুই জানি না। সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর মোল্লা বলেন, বখাটে জুয়েলের বখাটেপনায় এলাকার স্কুলগামি ছাত্রীরা অতিষ্ঠি। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য আমি প্রশাসনের প্রতি আহবান জানাই। সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ অলিউর রহমান বলেন, এ ঘটনায় আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি। লিখিত াভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।