বরিশাল
গৌরনদী পৌর ও ৭ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন জাকজমকপূর্নভাবে শেষ হয়। এ সময় উপজেলা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করা হলেও পৌর ও ৭টি ইউনিয়ন কমিটি স্থগিত হয়। গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান স্বক্ষরিত পৌর ও ৭টি ইউনিয়ন সভাপতি, সাধারন সম্পাদকের নাম ঘোষনা করা হয়।
ঘোষিত গৌরনদী পৌর কমিটির সভাপতি মোঃ মনির হোসেন মিয়া ও সাধারন সম্পাদক নির্বাচিত হন মোঃ আতিকুর রহমান । ৭টি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকরা হলেন, খাঞ্জাপুর ইউনিয়ন মোঃ মতলেবুর রহমান, গোলাম মোস্তফা, বার্থী ইউনিয় আব্দুর রাজ্জাক হাওলাদার, শাহজাহান প্যাদা, চাঁদশী ইউনিয়ন সৈয়দ নজরুল ইসলাম, কাজী বাহাউদ্দিন, মাহিলাড়া ইউনিয়ন মোঃ আলমগীর হোসেন কবিরাজ, আবুল কালাম মৃধা, বাটাজোর আব্দুর রব হাওলাদার, ক্ষিতিস চন্দ্র পাল, সরিকল ইউনিয়ন মোঃ মেজবা উদ্দিন আকন, মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, নলচিড়া ইউনিয়ন সুশীল কুমার করাতি ও এইচ, এম, ফিরোজ মিয়া।