গৌরনদী
গৌরনদী রিপোটার্স ইউনিটির নির্বাচন ২০২০ সকল পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী রিপোটার্স ইউনিটির কার্যকরী কমিটির নির্বাচন ২০২০র বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় ৭টি পদের প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষনা করা হয়।
গৌরনদী রিপোটার্স ইউনিটির নির্বাচন ২০২০র নির্বাচন কমিশনার ও রিপোটার্স ইউনিটির প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে বুধবার বিভিন্ন পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২২ ডিসেম্বর সভাপতি প্রার্থী মোঃ বেলাল হোসেন, সৈয়দ নকিবুল হক, সহ-সভাপতি প্রার্থী রাশেদ আহম্মেদ ও সাধারন সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করে নেন। প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্ধীতায় সকল পদের প্রার্থীরা নির্বাচিত হন। নির্বাচিত হলেন সভাপতি পলাশ তালুকদার, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান চুন্নু, সাধারন সম্পাদক মোঃ মিজান সরদার, সহ-সাধারন সম্পাদক শামীম মীর, কোষাধ্যক্ষ জামান মুন্সী, দপ্তর সম্পাদক রাজীব হোসেন খান, প্রচার সম্পাদক পপলু খান ও নির্বাহী সদস্য খায়রুল ইসলাম ও পদাধিার বলে নির্বাহী সদস্য হলেন বিদায়ী সভাপতি বেলাল হোসেন।