বরিশাল
গৌরনদীর বার্থী হাইস্কুলের প্রধান শিক্ষকের দাফন সম্পন্ন \ বিভিন্ন মহলে শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.নাসির উদ্দিন, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) পরিচালক মোঃ নুরুল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মিঞা, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি বেলাল হোসেন, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান প্যাদা, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আতাউর রহমান, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বি, এম, ইদ্রিস আহম্মেদ, বর্তমান প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, গেরাকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী অসাদুজ্জামান, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল । প্রধান শিক্ষক শাহাব উদ্দিনের মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।