বরিশাল
শত্রুতা করে রাতের আঁধারে স্তুপ করা ধান পুরিয়ে দিয়েছে দূবৃত্তরা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বানীয়াশুরী গ্রামে শুক্রবার দিবাগত রাতে শত্রুতা করে স্তুুব করা ধান পুড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দূর্বত্তরা। এতে কৃষকের প্রায় ২০ হাজার ধান ও ৬ হাজার খড়কুটা পুড়ে গেছে।
কৃষক মোজাম্মেল হোসেন (৬০) জানান, চলতি বছর তিনি ৭০ শতাংশ জমিতে আমন চাষ করেন। গত ৩/৪ দিন আগে ধানের ক্ষেত থেকে ধান কেটে বানীয়াশুরী সেতুর গোড়ায় একটি উচু স্থানে জমা করে রাখা হয়। গত বৃহস্পতি ও শুক্রবার ধান মাড়াই করে নেওয়ার পরে প্রায় ২৫ শতাংশ জমির ধান ও মাড়াই করা ধানের খরকুটা ওই স্থানে রাখা হয়। শুক্রবার রাত ১টার দিকে অজ্ঞানামা দূবৃত্তরা আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এতে ২০ হাজার টাকার ধান ও ৬ হাজার টাকা খড়কুটা পুরে ভস্মীভূত হয়। তিনি বলেন, হয়তো শত্রুতা করে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে।