বরিশাল
উজিরপুরে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা লুট
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ পূর্ব শত্রæতার জের ধরে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের দাসেরহাট এলাকায় গত শুক্রবার এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করে দুই লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ব্যবসায়ী রাহাত উদ্দিন চোকদার বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের দাসেরহাট গ্রামের মোঃ মালেক চোকদারের ছেলে ও দাসেরহাট বাজারের ব্যবসায়ী রাহাত উদ্দিন চোকদারের (৪৫) সঙ্গে পূর্ব শত্রæতার জের ধরে একই গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হোসেনের (৪০) বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল ৯টায় নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে হাওলাদার বাড়ির সন্নিকটে পৗছলে একই গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হোসেনের (৪০) নেতৃত্বে ৩ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় সে ডাক চিৎকার দিলে সন্ত্রাসীরা তার হাতে থাকা ব্যাগ ভর্তি দুই লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বীরদর্পে চলে যান।
ব্যবসায়ী রাহাত উদ্দিন চোকদার অভিযোগ করে বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে জাহাঙ্গীর হোসেন (৪০) তার তিন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়েছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জাহাঙ্গীর হোসেন হাওলাদার হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, পূর্ব শত্রæতার জের ধরে ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে মামলায় অঅসামি করেছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল আহসান বলেন, এ ঘটনায় ব্যবসায়ী রাহাত উদ্দিন চোকদার বাদি হয়ে জাহাঙ্গীর হোসেনের (৪০), সহযোগী সেলিম হোসেন (৪৫), মনির হোসেন (৩৮) ও সুমনের (৩২) নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।