গৌরনদী
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ২০২০, ৬ পদে এক জন করে প্রার্থীর মনোনয়নপত্র জমা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন ২০২০র ঘোষিত তফসিল অনুযায়ী শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। ওই দিন বিকেল ৫টা পর্যন্ত ৬টি পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। আগামি ২৯ ডিসেম্বর রোববার গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি ২০২০র নির্বাচন অনুষ্ঠিত হবে।
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ২০২০র নির্বাচন কমিশনার, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে শুক্রবার ৬টি পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হলেন, সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের ষ্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, সহ-সভাপতি পদে বর্তমান সাধারন সম্পাদব বদরুজ্জামান খান সবুজ, সাধারন সম্পাদক পদে মনীষ চন্দ্র বিশ্বাস, সহ-সাধারন সম্পাদক পদে মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ পদে জামিল মাহমুদ, দপ্তর সম্পাদক পদে এইচ, এম, মাকসুদ আলী সুমন। আগামি ২১ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই, ২৩ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৯ ডিসেম্বর বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে।