বরিশাল
গৌরনদীতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা কাজী মোখলেছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বুধবার সকালে কম্বল ও পায়ের মুজা বিতরণ করা হয়েছে।
স্থানীয় বন্ধুমহলের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা স্কুল পরিচালনা কমিটির সভাপতি সুনীল হালদারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি কাজী আসাদুজ্জামান। বক্তব্য রাখেন কাজী মোখলেছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এইচএম জাকির হোসেন, সহকারী শিক্ষক খুকু মনি, নুসরাত জাহান, অভিভাবক লিপিকা বাড়ৈ, নাসরিন বেগম, কবিতা বেগম, সুশান্ত কর্মকার প্রমুখ। শেষে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।