গৌরনদী
বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের মুক্তি লাভ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও ৯০‘র স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রনেতা আকন কুদ্দুসুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছে। গত ২২ নভেম্বর তাকে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ শহরের কাউনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছিল ।
জানা গেছে, ২০১৩ সালে আকন কুদ্দুসসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে সন্ত্রাস এবং নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বরিশাল এয়ারপোর্ট থানায় একটি মামলা হয়। বরিশাল এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা মামলায় আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা জাড়ি করা হয়েছিল। এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এস,এম জাহিদ বিন আলম জানান, ওই মামলায় কুদ্দুস দীর্ঘদিন যাবত পলাতক ছিল। ২২ নভেম্বর তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল।
দলীয় সূত্র জানান, এয়ারপোর্ট থানার মামলায় গ্রেপ্তারের পরে গৌরনদী ও আগৈলঝাড়া থানা পুলিশ কুদ্দুসুর রহমানকে আরো তিনটি মামলায় গ্রেপ্তার দেখান। কুদ্দুসুর রহমান উচ্চ আদালত থেকে একে একে তিনটি মামলায় জামিন লাভ করার পরে মঙ্গলার মুক্তি পান। বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, আমাকে হয়রনী করতে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে পুলিশ কর্তৃক দায়ের করা মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়। হামলা, মামলা, হয়রানী নির্যাতন করে অন্দোলন দমিয়ে রাখা যাবে না। আন্দোলনের মাধ্যমে এক দফার আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে এর জবাব দেয়া হবে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশাল জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিতে বরিশাল আসেন আকন কুদ্দুসুর রহমান। ওই দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের গাড়ি বহর থেকে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও ৯০‘র স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রনেতা আকন কুদ্দুসুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।