গৌরনদী
গৌরনদীতে আওয়ামীলীগ নেতার ফলদ বাগানের ২০টি গাছ কেটে ফেলেছে দুস্কৃতিকারীরা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মোঃ নাজিমউদ্দিন টিপুর ফলদ বাগানের ২০টি ফলদ গাছ কেটে ফেলেছে অজ্ঞাতনামা দুস্কুতিকারীরা। গতকাল গভীর রাতে উপজেলার পূর্ব আধুনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলার শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আওয়ামীলীগ নেতা নাজিমউদ্দিন টিপু অভিযোগ করে বলেন, গত ৭ বছর পূর্বে এক একর জমিতে আমি আম, লিচু, নারিকেল, মাল্টা, ছবেদাসহ বিভিন্ন প্রজাতির ফলদ চারা রোপণ করেছি। রোপিত অধিকাংশ ফলদ গাছে ফল ধরেছে। গত ৮ ডিসেম্বর আমি ও আমার পরিবারের সদস্যরা ঢাকায় বেড়াতে আসি। এ সুযোগে অজ্ঞাতনামা একদল দুস্কৃতিকারী রোববার দিবাগত গভীর রাতে আমার ফলদ বাগানে ঢুকে ১০টি মাল্টা গাছ, ৪টি লিচু, ৪টি ছবেদাসহ ২০টি ফলদ গাছের ডালপালা কেটে ফেলে।
উপজেলার শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ অলিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে তদন্ত কেন্দ্রের এক এসআই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।