গৌরনদী
আগৈলঝাড়ায় আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লার স্মরন সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইউসুফ মোল্লার ৫ম মৃত্যু বার্ষিকীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় ইউসুফ মোল্লার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, মরহুমের ছেলে ইয়াকুব আলী শিল্পী, সৌরভ মোল্লা। বিশেষ দোয়া ও মিলাদে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ অংগ সংগঠনের নেতা কর্মী ও গৈলা বাজার ব্যবসায়িরা উপস্থিত ছিলেন। একই দিন মরহুমের পরিবারের উদ্যোগে মরহুমের রুহের মাগফিরাত কামনায় স্থানীয় পাঁচটি মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন হয়েছে। দোয়া ও মিলাদ শেষে এতিমদের খাবার পরিবেশন করা হয়।