গৌরনদী
বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবি অবমাননার অভিযোগ আগৈলঝাড়ায় প্রধান শিক্ষক বরখাস্ত, থানায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
বরিশালের আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে উপজেলা সদরের শতবর্ষী বিদ্যাপীঠ ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতিন্দ্র নাথ মিস্ত্রিকে শুক্রবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই দিন রাতে এ ঘটনায় বিদ্যালয়ের সাবেক এক ছাত্রী বাদি হয়ে প্রধান শিক্ষক যতিন্দ্র নাথ মিস্ত্রিকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে।
স্থানীয় লোকজন, শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ভেগাই হালদার পাবলিক একাডেমী। বিদ্যালয়ের প্রধান হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক যতিন্দ্র নাথ মিস্ত্রি। সম্প্রতি সময়ে বিদ্যালয়ের ছাত্রী কমন রুমের সঙ্গে সংযুক্ত বাথ রুমের দরজার উপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঝুলানো হয়। কতিপয় শিক্ষার্থী জানান, ছবি দুটি সরিয়ে অফিস কক্ষে ঝোলানোর জন্য তারা প্রধান শিক্ষককে একাধিকবার অনুরোধ করেন কিন্তু প্রধান শিক্ষক তাতে কোন কর্নপাত করেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অপমাননার প্রতিবাদে গত বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে বিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান ধর্মঘট পালন করে প্রধান শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস কমিটির এক জরুরী সভা আহবান করেন। সভায় আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ২৪ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। তদন্ত কমিটির একাধিক সদস্য জানান, গত শুক্রবার তদন্ত কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।
তদন্ত কমিটির প্রধান মোঃ নজরুল ইসলাম জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ছবি অপমাননা ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সুপারিশসহ তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যেই শুক্রবার জমা দেয়া হয়েছে। অভিযোগের ব্যপারে জানতে চাইলে প্রধান শিক্ষক আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক যতিন্দ্র নাথ মিস্ত্রি কোন বক্তব্য দিতে রাজি হননি। এক পর্যায়ে বলেন, আমি ষরযন্ত্র চক্রান্তের শিকার। এ প্রসঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস বলেন, তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে প্রধান শিক্ষককের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বিধির ৯৯/আইন/২০০৯ এর বিধি ৩৯ এর (২) মোতাবেক এবং ৪১ (ঘ) এর আলোকে প্রধান শিক্ষক যতীন্ত্র নাথ মিস্ত্রীকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. নকিব আকরাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার ঘটনায় বিদ্যালয়ের সাবেক ছাত্র উপজেলার ফুল্লশ্রী গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে খায়রুল বাশার বাদি হয়ে প্রধান শিক্ষক যতীন্ত্র নাথ মিস্ত্রীকে আসামি করে শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছে।