গৌরনদী
উজিরপুর উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষনা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার সকালে উজিরপুর গালর্স কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ওই দিন সম্মেলন সফলভাবে শেষে হলেও কোন কমিটি ঘোষনা করা হয়নি। সোমবার রাতে উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
উজিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস, এম, জামাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহ আলম তালুকদার, সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা রুবিনা আক্তার। সম্মেলন সফলভাবে সমাপ্ত হলেও পরবর্তিতে কমিটি ঘোষনা করার কথা বলা হয়। বরিশালে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ উপস্থিতিতে সোমবার রাতে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল-২ আসনের সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস সাবেক সভাপতি সভাপতি এস, এম, জামাল হোসেনকে সভাপতি ও উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীকে সাধারন সম্পাদক করে উজিরপুর উপজেলা আওয়ামীলেিগর কমিটি ঘোষনা করেন।