বরিশাল
গ্রামীন ব্যাংক উজিরপুর শাখা ব্যবস্থাপককে কুপিয়ে জখম, টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুলপাইন নামক স্থানে সোমবার দুপুরে গ্রামীন ব্যাংক উজিরপুর উপজেলা শাখা ব্যবস্থাপকের উপর একদল ছিনতাইকারী হামলা চালিয়ে কুপিয়ে জখম করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। আহত ব্যবস্থাপককে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় লোকজন, আহত ও পুলিশ জানান, গ্রামীন ব্যাংক উজিরপুর উপজেলা শাখা ব্যবস্থাপক আবু জাফর (৪৩) ঋৃন অদায় করার জন্য সোমবার সকালে বামরাইল ও মুলপাইন এলাকায় যান। টাকা আদায় করে দুপুর সাড়ে ১২ টার দিকে মটরসাইকেলযোগে উজিরপুর সদরে অফিসে ফেরার পথে ধামুরা-উজিরপুর সড়কের মুলপাইন গ্রামে সার্বজননীন মন্দিরের সন্নিকটে পৌছলে রামদা, চাপাটি ও ধারাল অস্ত্রধারী তিন তরুন সড়কের মধ্যে দাড়িয়ে পথরোধ করে কুপিয়ে জখম করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।
গ্রামীন ব্যাংক উজিরপুর উপজেলা শাখা ব্যবস্থাপক আবু জাফর অভিযোগ করে বলেন, আমি দুটি কেন্দ্র থেকে টাকা সংগ্রহ করে ফেরার পথে মুলপাইন নামক স্থানে পৌছলে তিন ছিনতাইকারী গাড়ি থামিয়ে অতর্কিতভাবে কুপিয়ে জখম করে করে দেড় লাখ টাকা ছিনিয়ে নেন। আমি ডাক চিৎকার দিলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ডাক চিৎকার শুনে তারা ঘটনাস্থলে এসে ম্যানেজারকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল আহসান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৭০ হাজার টাকা টাকা ছিনতাইর প্রাথমিক হিসাব পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।