বরিশাল
আগৈলঝাড়ায় প্রতিবন্ধি দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ জাতীয় প্রতিবন্ধি দিবস ২০১৯ উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে গৈলা আরিফ সেরনিয়াবাত নিন্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। কারিতাসের এসডিবি প্রকল্পের ক্লাব ফোরাম সভাপতি শ্যামল হালদারের সভাপত্বিতে সমাবেশে বক্তব্য রাখেন এসডিবি প্রকল্পের মাঠ কর্মকর্তা পল রায় বিদ্যালয় পরিচালণা কমিটির সভাপতি সাহেব আলী সরদার, গৈলা ইউনিয়ন পরিসদের সংরক্ষিত আসনের সদস্য পবিত্র রানী বাড়ৈ, প্রকল্পের এনিমেটর লীলা বিশ্বাস, সাংবাদিক শামীমুল ইসলাম, প্রবীর বিশ্বসা ননী, ইস্তেফান গমেজ প্রমুখ