বরিশাল
গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের র্যালি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ “নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” শ্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বুধবার সকালে মানববন্ধন, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা ও শিশু বিষায়ক অধিদপ্তর, বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, গালস্ এ্যাডভোকেসি এ্যালায়েন্স, আভাস এবং এইড’র যৌথ উদ্যোগে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে র্যালি বের করা হয়।
পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা সহকারী কমিশনার ফারিহা তানজিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী প্রমুখ।