গৌরনদী
গৌরনদীর তিন ছাত্রলীগ নেতার বহিস্কারাদেশ প্রত্যহারে কৃতজ্ঞতা প্রকাশ, আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা সাব-রেজিষ্টার কার্যালয়ে হামলার অভিযোগ সাময়িকভাবে বহিস্কৃত তিন ছাত্রলীগ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করায় তিন ছাত্রলী নেতা শান্তিচুক্তি প্রণেতা, সাবেক চীফ হুইপ, বরিশাল-১ আসনের সাংসদ, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশাল জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। এদিকে বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় রবিবার রাতে গৌরনদী বাসষ্টান্ডে আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
গত ২৭ আগষ্ট সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াৎ হোসেন ওরফে সুজন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ ও গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফাকে ছাত্রলীগ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক বহিস্কারাদেশ প্রত্যহার করে নেন। এখবর গৌরনদীতে ছড়িয়ে পরলে তিন ছাত্রলীগ নেতার অনুসারিরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ড এলাকা প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে অলোচনা সভার আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াৎ হোসেন ওরফে সুজন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ ও গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা। নেতারা বক্তব্যে শান্তিচুক্তি প্রণেতা, সাবেক চীফ হুইপ, বরিশাল-১ আসনের সাংসদ, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশাল জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাককে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।