বরিশাল
গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে “নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” শ্লোগানকে ধারন করে নারী সহিংসতা প্রতিরোধ বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, গালস্ এ্যাডভোকেসি এ্যালায়েন্স, আভাস এবং এইডর যৌথ উদ্যোগে বরিশালের গৌরনদীতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার শাওড়া মিতালী মহিলা ফোরামের কার্যালয় থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শাওড়া-মোল্লাবাড়ি সড়কে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টায় পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধন শেষে মিতালী ফোরামের সভাপতি ঊর্মিলা সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এইডর নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিশ মারান্ডী, ফিল্ড অর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্গানাইজার মিল্টন বাড়ৈ, নারী নেত্রী আনোয়ারা বেগম, শেফালী কর, রিজিয়া বেগম প্রমুখ।