বরিশাল
উজিরপুরে ৪ দিনেও নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধ্যান মিলেনি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের জেড. এ খান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্র রাকিব হোসেন সরদার (১৪) গত সোমবার নিখোঁজ হন। গত ৪ দিনের ও তার কোন সন্ধ্যান মিলেনি। এ ঘটনায় নিখোঁজ ছাত্রের মা আছিয়া বেগম গত মঙ্গলবার উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়রী (জিডি) করেন।
উজিরপুর থানার সাধারন ডায়রী সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের রইভদ্রদী গ্রামের মোঃ হানিফ সরদার ছেলে গুঠিয়া জেড. এ খান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্র রাকিব হোসেন সরদার (১৪) সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ওই দিন সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সর্বত্র খোজাখুজিঁ করতে থাকেন। দুই দিনেও সন্ধান না পাওয়ায় গত মঙ্গলবার রাবিবের মা আছিয়া বেগম উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়রী (জিডি) করেন।
জেড. এ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির বলেন, রাকিব খুবই ভদ্র ও বিনয়ী, বিদ্যালয়ের কারো সঙ্গে তার কোন খারাপ সম্পর্ক ছিল না। আমার ধারনা পড়াশোনা নিয়ে মায়ের শাসনে অভিমান করে হয়তো বাড়ি ছেড়ে থাকতে পারে। স্কুল ছাত্র রাকিবের বাবা মোঃ হানিফ সরদার বলেন, আমাদেরও ধারনা ছিল রাকিব অভিমান করে ঘর ছেড়েছে কিন্তু যখন তিন দিনেও কোন সন্ধ্যান পাচ্ছি না তখন আমাদের ধারনা হয়তো খারাপ কোন ঘটনা ঘটে থাকতে পারে। উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ হেলাল উদ্দিন খান বলেন, এ ঘটনায় স্কুল ছাত্রের মা আছিয়া বেগম থানায় একটি জিডি করেছে। স্কুল ছাত্র রাকিবকে উদ্ধারে পুলিশী তৎপরতা অব্যহত রয়েছে।