বরিশাল
আগৈলঝাড়ায় বাকি না দেয়ায় চা বিক্রেতার ওপর ছাত্রলীগ নেতার হামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শাহাজাদাকে (২৫) বাকি না দেয়ায় সোমবার চায়ের দোকানদারের ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতরভাবে জখম করেছে। আহত দোকানিকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ওই দিন রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগৈলঝাড়ায় উপজেলার রতœপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজারের স্বল্প পূজিঁর চায়ের দোকানদার হাকিম আকন (৬০) দীর্ঘ দিন যাবত চা বিস্কুট বিক্রি করে কোন রকম সংসার চালায়। আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শাহাজাদা প্রায়ই খেয়ে টাকা না দিয়ে বাকি রেখে চলে যায়। দোকানদার হাকিম আকন বাকি পাওনা টাকা চাইলে সে তাকে গালাগাল করে। আহত হাকিম আকন অভিযোগ করে বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শাহাজাদার বাকি পরে। রোববার রাতে বাকিতে খেতে চাইলে না বলায় সে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পুনরায় বাকি চাইলে সে খাবার দিতে অস্বীকৃতি জানায়। এ সময় আমার ওপর হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির পাইকের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। তবে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকলে সত্যতা যাচাই সাপেক্ষে বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।